নিজস্ব প্রতিবেদক : এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৭ হাজার ৮৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
মঙ্গলবার প্রকাশিত জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে ঢাকা বোর্ডের ৬টি, রাজশাহী বোর্ডের ৫টি, যশোরের ৩টি, বরিশালের ১টি, দিনাজপুরের ৮টি, বিআইএসই ২৩টি এবং মাদরাসা বোর্ডের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
এদিকে গতবছর কোনো শিক্ষার্থীই উত্তির্ণ হয়নি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৭টি। আর সেবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৭ হাজার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।