ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে বেঁচে গেলেন নিখোঁজ বিমানের ১০ যাত্রী

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩০, ২০১৪ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

uq8zzx3qআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বিমান বন্দরে পৌঁছতে দেরি করায় নিখোঁজ বিমানটিতে ওঠা হয়নি একই পরিবারের ১০ সদস্যের। নিজেদের অনিচ্ছতকৃত এই বিলম্বের কারণেই প্রাণ রক্ষা পেয়েছে তাদের। বিমান মিস করায় প্রথম কিন্তু খুব চটে গিয়েছিলেন তারা। এখন সৃষ্টিকর্তার শোকরিয়া আদায় করছেন।
এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটিতে করে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ওই দশ জনের। কিন্তু সময়মতো বিমান বন্দরে পৌঁছতে না পারায় তাদেরকে রেখেই  উড়াল দেয় বিমানটি।
১৬২ আরোহী নিয়ে রোববার সকালে থেকে নিখোঁজ এয়ার এশিয়ার বিমানটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভাগ্যের জোরে রক্ষা পাওয়াদের একজন হলেন ৩৬ বছর বয়সী ক্রিস্টিয়ানাওয়াতি। তিনি জানিয়েছেন, পরিবারের বেঁচে যাওয়া ১০ জনের মধ্যে ছয়জনই প্রাপ্তবয়স্ক। বাকিরা শিশু। ইংরেজি নববর্ষ উপলক্ষে তাদের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। তবে বিমানের সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তারা সময়মতো পৌঁছাতে পারেননি।
তাঁদের বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ইন্দোনেশিয়া ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৭টা ৩০ মিনিটে। কিন্তু বিমান উড্ডয়নের সময় দুই ঘণ্টা এগিয়ে ভোর ৫টা ৩০ মিনিট করা হয়। বিষয়টি জানানোর জন্য এয়ার এশিয়া কর্তৃপক্ষ তাদের ফোন ও ই-মেইল করে। কিন্তু তারা তা সময়মতো জানতে পারেননি।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দরে গিয়ে যখন জানতে পারেন যে বিমানটি চলে গেছে, তখন তারা ক্ষিপ্ত হন। তারা তখন অন্য ফ্লাইটের টিকিট ইস্যু করতে যান। এমন সময় বিমানটি নিখোঁজ হওয়ার খবর আসে।
ক্রিস্টিয়ানাওয়াতি আরো জানিয়েছেন, খবরটি শোনার সঙ্গে সঙ্গে তারা টিকিট কেনা স্থগিত রাখেন। এখন তারা মনে করছেন সৃষ্টিকর্তার অপার কৃপায় তারা বেঁচে গেছেন। এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
তাঁদের মতোই ভাগ্যজোরে বেঁচে গেছেন আরো এক তরুণ। নাম গোপন রেখে তিনি জানিয়েছেন, এয়ার এশিয়ার ওই নিখোঁজ বিমানে দুই বন্ধুর সঙ্গে তাঁরও সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু কাজ পড়ে যাওয়ায় সপ্তাহ দুয়েক আগেই টিকিট বাতিল করে দিয়েছিলেন।
ইন্দোনেশিয়ার চ্যানেলকে  দেয়া সাক্ষাৎকারে  তিনি আরো জানিয়েছেন, কিউ জেড৮৫০১ ওড়ার আগে ওই দুই বন্ধুর এক জন তাঁকে ফোন করে বলেছিলেন, ‘তোর সঙ্গে আবার নতুন বছরে দেখা হবে।বিদায়!’ কথাগুলো এখন কানে বাজছে ওই তরুণের। বিমানটি নিখোঁজ হয়েছে এ খবর পাওয়ার পর থেকে সুরাবায়ার বিমানবন্দরে বসে তিনি। তার প্রার্থণা, যেন অলৌকিক কিছু ঘটে আর ফিরে আসেন বন্ধুরা।