স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি গ্লোব সকার এর সেরা কোচ পুরস্কার জয় করলেন। সোমবার দুবাইয়ে এই পুরস্কার জয় করেন তিনি।
গত বছর রিয়ালকে চ্যাম্পিয়ন্সি লিগের শিরোপা এনে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। লিসবনে ফাইনালে নগড় প্রতিদ্বন্দ্বীর অ্যাতলেতিকোকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল তারা।
এর আগে আনচেলত্তি ইতালিতে এসি মিলানের পক্ষে, ফ্রান্সে প্যারিস সেইন্ট জার্মেইয়ের পক্ষে এবং ইংল্যান্ডে চেলসির পক্ষে শিরোপা জয় করেছেন।
বিশ্বকাপজয়ী জোয়াকিম লোকে পেছনে ফেলে আনচেলত্তি এই পুরস্কার জয় করলেন। এই পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘মাদ্রিদে কাজ করা সহজ। কারণ এখানে অনেক অসাধারণ খেলোয়াড় আছেন। আর অনেক মান সম্পন্ন কোচিং স্টাফ রয়েছেন যারা কাজটা সহজ করে দেয়। ’