ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বর্ষসেরা খেলোয়াড় রোনালদো

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩০, ২০১৪ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পুরস্কার হাতে নিয়ে পর্তুগিত তারকা আশা প্রকাশ করলেন এই পুরস্কার জয় তাকে এবছর ফিফা ব্যাল ডি’অর জয়ে সহায়তা করবে।
আগামী ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করবে ফিফা। রোনালদোর সঙ্গে এই পুরস্কার জয়ের দৌড়ে আছেন মেসি ও ন্যুয়ার। তবে গেল বছর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। একই সঙ্গে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিয়েছেন তিনি। তাই অন্য সবার চেয়ে এগিয়ে আছেন তিনিই।
দুবাইয়ে গ্লোব সকারের আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার জয়ের পর রেনোলদো বলেন, ‘আমি আশা করি যে এটা একটা ভাল সংকেত। যারা ফিফা ব্যালন ডি’অরের জন্য ভোট দেবে তাদের কাছে এটা একটা বার্তা। তারা জানে এখন কি করতে হবে। আমি আনন্দ পাচ্ছি। কারণ এটা আমার পরিশ্রমের স্বীকৃতি স্বরুপ আরও একটি ট্রফি।’
তিনি আরও যোগ করেন, ‘লা দেশিমা জয় করাটা বিশেষ এক অর্জন ছিল। বর্ষসেরা পুরস্কার জয় করাও গর্বের বিষয়।’
এছাড়াও রোনালদো সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।