স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে সূত্রপাত ঘটেছে কোহলি-জনসন দ্বন্দ্বের। তৃতীয় টেস্টে তৃতীয় দিনে ঘটনার শুরু।
রোববার কোহলিই প্রথম জনসনের ‘স্লেজিং’ এর শিকার হন। সেদিনই জনসনের কথার জবাবে কোহলিকে সরব হতে দেখা যায়।
পরের দিন মাঠে নেমে আবারও উত্তপ্ত বাক্য বিনিময় করলেন এই দুই তারকা ব্যাটসম্যান। মাঠে নেমেই জনসনকে উদ্দেশ্য করে কোহলিকে মন্তব্য করতে দেকা যায়। এর আগে প্রেস কনফারেন্সেও জনসনকে নিয়ে তিক্ত মন্তব্যই করেন বারতের ভাবী অধিনায়ক কোহলি, ‘জনসনকে সম্মান দেখানোর কোন প্রয়োজন নেই।’
তৃতীয় টেস্ট ড্র হওয়ায় তিন টেস্ট শেষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অসিরা। ফলে চার টেস্ট সিরিজে জয় নিশ্চিত হয়ে গেল স্বাগতিকদের।
আগামী মঙ্গলবার সিডনিতে চতুর্থ টেস্টে লড়বে এই দুই দল।