স্পোর্টস ডেস্ক : প্রথম দুই টেস্টে হারের পর মেলবোর্নে অসিদের বিপক্ষে তৃতীয় টেস্টে ড্র করেছে ভারত। ফলে চার টেস্টে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো স্টিভেন স্মিথ বাহিনী।
মেলবোর্ন টেস্টে শেষ দিকে হারের আশঙ্কাই পেয়ে বসেছিল সফরকারীদের। অস্ট্রেলিয়ার ৩৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানেই ৬ উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির দল। ফলে হারের আশঙ্কা জাগে ভারতীয় ভক্তদের হৃদয়ে।
তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৪) ও রবিন্দ্র আশ্বিন (৮) বাকি সময়টুকু পার করে অপরাজিত থাকেন পঞ্চম দিন শেষে। ফলে ড্রয়ে শেষ হয় ম্যাচ।
৬৬ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে ভারত। ভারতে পক্ষে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেন বিরাট কোহলি। ১৩৫ বল খেলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। এছাড়া রাহানে করেন ৪৮ রান।
অসি ত্রয়ী পেসার জনসন, হ্যারিস ও হ্যাজেলউড দুর্দান্ত বোলিং করে ২ উইকেট করে নেন। ম্যান অব দ্যা ম্যাচ হন রায়ান হ্যারিস। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি।
এর আগে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩০ রানের জবাবে ভারত করে ৪৬৫ রান। চতুর্থ দিনেই ব্যাট করতে নেমে অসিরা ৭ উইকেটে ২৬১ রান করে দিন শেষ করেন। পঞ্চম দিনে সংগ্রহকে ৩১৮ পর্যন্ত টেনে নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে ৩৮৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।