নিজস্ব প্রতিবেদক : থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানে নামছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন বার ও রেস্টুরেন্টে এই অভিযান চলবে।
বুধবার সন্ধ্যায় তিনটি টিমে বিভক্ত হয়ে ৭০ থেকে ৮০ সদস্য রাজধানীর বিভিন্ন বার ও রেস্টুরেন্টে অভিযান চালাবে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
অভিযানের নেতৃত্ব দেবেন অধিদপ্তরের সহকারি পরিচালক রাশেদুজ্জামান, মানজুরুল ইসলাম, গোয়েন্দা শাখার সহকারি পরিচালক খোরশেদ আলম।
থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সব বার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে মাঠে নামছেন অধিদপ্তরের কর্মকর্তারা।