ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের লঙ্কা বধ

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৫, ২০১৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

hockey {focus_keyword} বাংলাদেশের লঙ্কা বধ dtl 24 3 2014 6 11 55 e1409916395812

স্পোর্টস করেসপন্ডেন্ট

বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

চার মিনিটের সময়ই এগিয়ে যায় চয়নরা। ইরফানের দ্রুত গতির হিটে চমৎকার ফ্লিক করে বাংলাদেশকে এগিয়ে নেন ফরোয়ার্ড নিলয় (১-০)। তবে নয় মিনিট পরই স্বাগতিকদের উৎসবে ভাটা পড়ে। পেনাল্টি কর্নার থেকে গোল করে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান প্রিয়ালঙ্কা সাদারুয়ান (১-১)।

তবে প্রথমার্ধ শেষ হবার আগেই আবারো এগিয়ে যায় লাল-সবুজের দল। পেনাল্টি স্ট্রোক থেকে এসময় গোল করেন বাংলাদেশ দলের খেলোয়াড় কৃষ্ণ কুমার (২-১)।

পেনাল্টি কর্নার থেকে ম্যাচের ২৭তম মিনিটে আরও একবার শ্রীলঙ্কার পোন্টে বল পাঠিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এসময় কৃষ্ণ কুমারের পেনাল্টি কর্নার থামান সরওয়ার। আর খুরশিদ নিখুত হিটে লক্ষভেদ করেন।

ম্যাচ শেষ হবার পাঁচ মিনিট আগে সফরকারী দলের ফরোয়ার্ড  প্রিয়ালঙ্কা সাদারুয়ান দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি তার দল।