বরিশাল প্রতিনিধি : হরতালে পিকেটিংয়ের সময় বাধা দিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল মো. জয়নাল আবেদিনকে কামড়ে আহত করার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
বুধবার বেলা ১টায় আহত কনস্টেবল জয়নাল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৮-১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কারও নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
তবে শিবিরকর্মীদের ফেলে যাওয়া মোটরসাইলের গায়ে মহম্মদ উল্লা লেখা রয়েছে বলে জানান নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, দুপুরে আহত কনস্টেবল জয়নাল আবেদিন অজ্ঞাতনামা ৮/১০জনকে অভিযুক্ত করে মামলা করেন। আর শিবিরকর্মীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের গায়ে মহম্মদ উল্ল্যাহ নাম লেখা রয়েছে। তারা অভিযুক্তদের ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।
উল্লেখ্য, জামায়াতের ডাকা ২৩ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকাল ৭টায় নগরীর বান্দ রোডে শিবিরকর্মীদেরর পিকেটিংয়ে বাধা দিলে কামড়ে ও কিল ঘুষি মেরে নগর গোয়েন্দা পুলিশের কনস্টবল মো. জয়নাল আবেদিনকে যখম করে। হাত কমড়ে আহত করলে শেবাচিম হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়েছে।