ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে গ্যাসের আগুনে এক পরিবারের ৩ জন দগ্ধ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩১, ২০১৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

Fire burnনিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে কেরানীগঞ্জের মনোব্যাপারির ঢালে হাজী তিতু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জের মনোব্যাপারির ঢালে হাজী তিতু মিয়ার বাড়ির ৫ম তলায় এক ভাড়াটিয়ার ঘরে গ্যাসের আগুন থেকে একই পরিবারের মা ও ২ ছেলে দগ্ধ। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিবাগে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন খালেদা বেগম (৫০), তার দুই ছেলে রকি (২৫) ও রাব্বি (১৫)। এর মধ্যে রকির শরীরের ৬০ শতাংশ রাব্বির ১২ শতাংশ পুড়েছে।  মা খালেদা বেগম সামান্য আহত  হয়েছেন।
খালেদা বেগম বলেন, ‘রাত ২টায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে রাব্বি চিৎকার করলে  দেখতে পাই ঘরে ভেতর আগুন। বের হওয়ার সুযোগ পাচ্ছিলাম না। পরে পাড়া প্রতিবেশীরা চিৎকার শুনে আমাদের উদ্ধার করে।’
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জেন পার্থ শঙ্কর পাল জানান, যার ৬০ শতাংশ ঝলসে গেছে তার শ্বাসনালি পড়ে গেছে। তিনি ঝুঁকির মধ্যে আছেন। জানা যায়, আহত দুই ভাই একই কাপড়ের দোকানে চাকরি করেন।