ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত বিষয় গোপন থাকছে না

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩১, ২০১৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

2নিজস্ব প্রতিবেদক : ‘দেশের তথ্য আইনে কেউ নিরাপদ নয়। এই আইনের ফলে ব্যক্তির কোন ব্যক্তিগত বিষয় গোপন থাকছে না। তথ্য আইন ব্যক্তিকে সুরক্ষা দেয়ার বিপরীতে বেশিরভাগ সময়ে তাকে বিপদেই ফেলছে। মোবাইলের মাধ্যমে আমরা যেসব কথা বলছি তা কতটুকু নিরাপদ তাও এখন প্রশ্ন থেকে যাচ্ছে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার বিষয়ক জাতীয় সেমিনারে’ অংশ নেয়া বক্তারা এসব মন্তব্য করেন।
সেমিনারে বিশেষ অধিকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমাদের দেশে যেসব আইন হয়েছে তা যুগোপযোগী। তবে প্রযুক্তির ওপর একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। এ জন্য শুধু আইন করলেই হবে না, আইনটি কতটুকু জনগণকে সুরক্ষা দিচ্ছে সেটাও ভেবে দেখা দরকার।’
তিনি আরও বলেন, ‘সংসদের তিনশ এমপি ভালো ও সৎ হলেই দেশটাকে সুন্দর করা সম্ভব। তাই শুধু আইন দিয়েই দেশটাকে সুন্দর করা যাবে না। আমাদের সবাইকে মূল্যবোধ নৈতিকতা ও অন্যকে ক্ষতি করার মনোভাব থেকেও সরে আসতে হবে।’
বিজ্ঞান আমাদেরকে এগিয়ে দিয়েছে যেমন ঠিক তেমনি পিছিয়ে দিয়েছে, উল্লেখ করে স্বতন্ত্র এ সংসদ সদস্য আরো বলেন, ‘আমার এলাকায় কত তরুণী মেয়েদের আপত্তিকর ছবি তুলে নেয়া হয়েছে, যার ফলে তারা আত্নহত্যার পথ পর্যন্ত বেছে নিতে বাধ্য হয়েছে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রাষ্ট্র কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে কিন্তু কতোটা পারে এখন সেটাই প্রশ্ন? ব্যাক্তিগত অধিকার সংরক্ষিত থাকবে আবার আইসিটি আইন অনুযায়ী টেলিফোন মনিটরিং করা হবে বিষয়টি একেবারে সাংঘর্ষিক। সূক্ষ্মতার সঙ্গে কিভাবে ব্যক্তির অধিকার সংরক্ষিত হয় এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষিত হয় সেটাও ভেবে দেখা দরকার।
আয়োজিত জাতীয় সেমিনারে ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহামুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম সামাদ, সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) শরিফুল ইসলাম, ব্যারিস্টার তানজিব উল আলম, অনলাইন নলেজ সোসাইটির প্রদীপ কুমার রায় প্রমুখ।