কুষ্টিয়া প্রতিনিধ : জামায়াত ইসলামীর ডাকা হরতালের পাশপাশি চার দফা দাবি আদায়ে কুষ্টিয়ায়সহ খুলনা বিভাগে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।
হরতাল ও পরিবহন ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লা বা অভ্যন্তরীণ কোনো রুটে বাস ছেড়ে যায়নি।
শহরের দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে পেছনের দরজা দিয়ে ব্যাংকের লেনদেন করতে দেখা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু বক্কর সিদ্দিক জানান, হরতালে নাশকতা রোধে ভেড়ামারায় বিএনপির দুই কর্মী ও মিরপুর এবং কুমারখালী থেকে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাবের টহলও জোরদার করা হয়েছে।
এদিকে, হরতালের পাশপাশি চার দফা দাবি আদায়ে কুষ্টিয়ায়সহ খুলনা বিভাগে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।
ধর্মঘট চলাকালে কুষ্টিয়া থেকে অন্য রুটে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি। ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
পরিবহন ধর্মঘট সফল করতে বুধবার সকালে কুষ্টিয়ার মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন এক হাজার ১১৮টি পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা মজমপুর রেলগেটে বিক্ষোভ মিছিল করে। এ সময় একটি ইজিবাইক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে জিবাইক চালক মামুন আলী আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট শুরু হলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম মজমপুর রেলগেটে অনেক পরিবহন আটকে পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।