নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘সবাইকে আওয়ামী লীগ করতে হবে সেটা নয়। তবে মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার পক্ষে থাকতে হবে। যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং জাতির জনকের বিরুদ্ধে কথা বলে তাদের বিরোধিতা করতে হবে। এটাই একজন সুনাগরিকের কর্তব্য।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সভার আয়োজন করে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘দেশের মানুষকেই বেছে নিতে হবে তারা সত্যের পক্ষে থাকবে, নাকি মিথ্যার পক্ষে থাকবে। দেশের উন্নয়নের পক্ষে থাকবে, নাকি ধ্বংসের পক্ষে থাকবে। স্বাধীনতার পক্ষে থাকবে, নাকি স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবে।’
একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাল্টে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমান এবং বিএনপি নেতারা বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে কথা বলে। আর দেশের কিছু জ্ঞানপাপী টক- শোতে গিয়ে তারেক রহমানের পক্ষে সাফাই গায়। এই জ্ঞানপাপীদের বিরুদ্ধে আমাদের আরও বেশি করে সোচ্চার হতে হবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘ রাজনৈতিক দল হিসেবে আপনারা আন্দোলন করবেন ঠিক আছে, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটেল্ড (নিষ্পত্তি করা) ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না।’
আয়োজক সংগঠনের সভাপতি সেলিম ওমরাও খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া প্রমুখ।