নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূয়সী প্রশংসা করেছেন এই বাহিনীর বিদায়ী মহাপরিচালক মোখলেছুর রহমান।
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা নিয়ে বলতে গিয়ে নির্দিষ্ট করে তিনি বলেন, ‘বিশেষ করে মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে র্যাবের ভূমিকা ছিল অতুলনীয়।
বুধবার দুপুরে র্যাব সদর দপ্তরে বিদায়ী অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়ায় এসব বলেন মোখলেছুর। নতুন বছরে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
বিদায়বেলায় র্যাবের উন্নয়নে বেশ কিছু পরামর্শও দিয়েছেন মোখলেছুর। এই বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে তিনি বলেছেন, ‘র্যাবের যে ফরেনসিক ল্যাব আছে সেগুলোর উন্নয়ন করতে হবে।’
গত ৪ বছরে র্যাবের নানা অর্জন তুলে ধরে বিদায়ী মহাপরিচালক বলেন, ‘র্যাবের অর্জনের মধ্যে গত চার বছরে ক্রিমিনাল ডাটাবেজ হেলিকপ্টারসহ বেশ কিছু ভৌত উন্নয়ন হয়েছে।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দুনিয়ার কোথাও মামলার শত ভাগ তদন্ত সম্ভব হয় না। সাগর-রুনি হত্যা মামলার তদন্তের কাজ চলছে। আমি আশাবাদী এক সময় এ হত্যাকাণ্ডের বিচার হবে।’
নারায়ণগঞ্জের সাত খুন প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিগতভাবে র্যাবের কেউ যদি বেআইনী কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ কারণে আমরাই সর্বপ্রথম জড়িতদের শনাক্ত করে শাস্তি দেই।’