স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে সন্দেহ জনক বোলিং অ্যাকশনের জন্য অনুবীক্ষণের নীচে পড়তে হচ্ছে বাংলাদেশ দলের বাঁ হাতি অফস্পিনার সোহাগ গাজীকে। তবে খুব দ্রুতই বোলিং অ্যাকশন পরীক্ষা শেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
ইংল্যান্ডের কার্ডিফে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সে জন্য ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে ফিরেই ইংল্যান্ডে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বোলিং অ্যাকশন পরীক্ষা শেষে জিম্বাবুয়ে সিরিজেই দলে ফিরতে চান বাঁ হাতি এই স্পিনার। তিনি বলেন, ‘অবশ্যই আমি খুব দ্রুত দলে ফিরতে চাই। আরও অনেক ক্রিকেট ম্যাচ রয়েছে সামনে। বোলিং অ্যাকশন পরীক্ষাটা দ্রুত হচ্ছে বলে আমি আনন্দিত। যদি ফলাফল ভাল হয় তবে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষেই খেলতে পারব আমি। আর বিশ্বকাপও রয়েছে সামনে।’
তবে নিজের ফিরে আসার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশি অলরাউন্ডার সোহাগ গাজী। তিনি আরও বলেন, ‘১৪ বছরের ক্যারিয়ারে অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়েছি। আর এ পর্যায়ে আসতে অনেকটা পথ পেছনে ফেলে এসেছি। তাই এই পরীক্ষা বড় কিছু মনে করছি না। আমি মনে করি না আমার কোন সমস্যায় পড়তে হবে। তাই তেমন কোন চাপ অনুভব করছি না আমি।’