স্পোর্টস ডেস্ক : তার উপাধি ‘ক্যাপ্টেন কুল’।
ঠাণ্ডা মাথায় সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতার কারণেই এমন বিভূষণ তার। কিন্তু দীর্ঘ ফরম্যাট থেকে নিজের বিদায়বেলায় ড্রেসিংরুমে আবেগী হয়ে পড়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হয়তো চোখের কোনেও চিকচিক করে উঠেছিল অবাধ্য অশ্রুফোঁটাও! কারণ, অবসর সংবাদ ঘোষিত হওয়ার পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছিলেন এমএসডি। তখন আবেগের বানকে আর সামলে নিতে পারেননি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব সঞ্জয় প্যাটেল বলেন, ‘ড্রেসিংরুমে উপস্থিত এক ক্রিকেটার আমাকে জানিয়েছেন নিজের অবসর ঘোষণার সময় ড্রেসিংরুমে আবেগি হয়ে পড়েছিলেন ধোনি।’ অন্যদিকে ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী বলেন, ‘মেলবোর্ন টেস্ট শেষে ড্রেসিংরুমে ফিরে সবাইকে ডাকেন ধোনি। এরপর কোনো উপস্থাপনা ছাড়াই সবাইকে জানান, আমি এখন আর সব ফরম্যাটে খেলতে চাই না। তাই টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করছি আমি।’
শাস্ত্রী আরো বলেন, ‘আসলে ধোনি এমন একজন ব্যক্তি যে সবসময় তাই করে- যা সে করতে চায়। এমনকি সে কোনো কিছু বিশ্বাস করলে তার শেষটা দেখতে চায়। সে নিজেই সতীর্থদের কাছে বলেছে আমি আর সব ধরনের ফরম্যাটে খেলছি না। এটাই প্রমাণ করে ধোনি নিজের প্রতি কতোটা সৎ, কতোটা বিশ্বস্ত তার সতীর্থদের প্রতি।’ প্রসঙ্গত, মঙ্গলবার বোর্ডার-গাভাস্কার ট্রফি হারার পর ৯০টি টেস্ট খেলে ৩৩ বছরেই টেস্ট ক্রিকেটের গাড়ি থামালেন ধোনি।