স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক ফুটবলে শিরোপা প্রতিযোগিতার দৌঁড় থেকে একটু যেন পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিষয়টি মানতে পারছেন না রেড ডেভিল সমর্থকরা। ওল্ড ট্রাফোর্ডের অধিবাসীদের লাইম লাইট থেকে সরে যাওয়া ভাবাচ্ছে দলটির মালিক গ্লেজার পরিবারকেও। সেজন্য ঘরের ছেলে গ্যারেথ বেলকে স্পেন থেকে উড়িয়ে আনার পরিকল্পনা আটছিল লুইস ভন গলের ম্যানইউ। কিন্তু সাম্প্রতিক এই গুঞ্জনকে উড়িয়ে দিলেন রিয়াল মাদ্রিদ সেনসেশন। জানালেন, ২০১৯ সালের পরও মাদ্রিদেই থাকতে চান তিনি।
২০১৩ সালের গ্রীষ্মে ১০০ মিলিয়নের বিশ্বরেকর্ড গড়ে হোয়াইট হার্ট লেনের টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন বেল। এরপর লস ব্লাঙ্কোসদের হয়ে আস্তে আস্তে নিজেকে মেলেও ধরেন ওয়েলশ ফুটবলার। কিন্তু এই মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে কলম্বিয়ান স্টারলেট হামেস রদ্রিগেজের আর্বিভাব ও স্প্যানিশ তারকা ইসকোর দুর্দান্ত ফর্ম বেলকে কিছুটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে।
এই অবস্থায় স্পেন ও ইংল্যান্ডের গণমাধ্যমে চাউর হতে থাকে যে দলবদলের পরিকল্পনা করছেন বেল। বিয়য়টি নিয়ে মুখ খুললেন রিয়াল মাদ্রিদের ১১ নম্বর জার্সিধারী ফুটবলার। এসি মিলানের বিপক্ষে ৪-২ ব্যবধানে হারের পর বেল বললেন, ‘আমি মাদ্রিদে সুখী আছি। আমি এই শহর, এর আবহাওয়া এবং ক্লাবকে ভালোবাসি। এখানে আরো অনেক শিরোপা জিততে চাই।’ সঙ্গে বেল এও যোগ করেন, ‘রিয়ালের সঙ্গে ২০১৯ পর্যন্ত চুক্তি আছে আমার। এরপরও এখানেই থাকতে চাই আমি।’