ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ব্যালন ডি’অরের একমাত্র প্রার্থী মেসি!

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩১, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার বিচারে ২০১৪ সালের আসন্ন ব্যালন ডি’অরের একমাত্র সম্ভাব্য প্রার্থী হলেন লিওনেল মেসি!
আসন্ন ১২ জানুয়ারি ঘোষণা করা হবে এবারের বর্ষসেরা ফুটবলারের নাম। সম্মানজনক এই পুরস্কারের দৌঁড়ে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখের জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার। কে খেতাব জিতবেন এই খেতাব তা আর ১২ দিন বাদেই জানা যাবে। কিন্তু পুরস্কারের ক্ষণ গণনার শেষ মুহূর্তে ইনিয়েস্তার ব্যক্তিগত বিচারে সবার থেকে এগিয়ে মেসিই।
মঙ্গলবার মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘আমার বিচারে এবারের ব্যালন ডি’অরের একমাত্র সম্ভাব্য প্রার্থী মেসি। তবে এটা নিতান্তই আমার মতামত। সবার ব্যক্তিগত মত থাকতেই পারে। তবে একটি কথা বলতে চাই, ব্যালন ডি’অর কিন্তু মানুষের ভোট দ্বারা নির্ধারিত হয়। অনেকে যা বিশ্বাস করেন, ভোটে তাই প্রতিফলিত হয়। সুতরাং মেসির ভালো সম্ভাবনা থাকেই।’ ওই সাক্ষাৎকারের শেষে সতীর্থ নেইমার ও লুইস সুয়ারেজের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেন লা মাসিয়া গ্রাজুয়েট।