জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ ইউনিটের’ ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইলসহ সাত পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আটককৃত পরীক্ষার্থীরা হলেন- মো. ইমরান, দিপু চন্দ্র রায়, আবুল হোসেন, প্রিতম, হরিচন্দ্র, ইউসুফ, রমজান আহমেদ।
এ ছাড়া লোটাস আহমেদ নামে সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে।
তাদের প্রক্টরের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতদের পুলিশে সোপর্দ করা হবে কি না সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে সকালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ‘গ ইউনিটের’ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।