ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বছর শুরুর দিনে মম-সজল

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩১, ২০১৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

momo-sozolবিনোদন ডেস্ক : ১ জানুয়ারি লায়লা তারেকের রচনা এবং সাজ্জাদ রাহমানের পরিচালনায় ‘সহোদরা’ নামে নতুন একটি নাটকটির শ্যুটিং শুরু হচ্ছে নরসিংদীর শিউলী ভিলায়। বছরের প্রথম দিনে এ নাটকে জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন সজল-মম জুটি। নাটকটির অনন্যা চরিত্রে অভিনয় করবেন মাহমুদুল হক মিঠু, সঞ্জয় রাজ, শিউলী মালা, ফারা, আরিজা এবং ঐশী।
নাটকের গল্পে দেখা যাবে, মম এবং সজল নতুন বিয়ে করেছেন। দু’জনে বেড়াতে গিয়েছেন মমর পৈত্রিক বাড়িতে। ওই দিনই ছিলো মমর জন্মদিন। তাদের না জানিয়েই কেক কাটার আয়োজন করলেন বাবা ড. ইনামুল হক। কিন্তু কেক কাটার পরপরই ঘটে যায় বিপত্তি। মম ফু দিয়ে নেভানোর আগেই দমকা হাওয়া এসে নিভিয়ে দেয় সব মোমবাতি। পরপর দুবার চেষ্টার পর সফল হলেও কেক কাটার পর সেখান থেকে বেরিয়ে আসে তাজা রক্ত। এভাবেই ঘটতে থাকে নানা অশুভ ঘটনা।