ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আসছে নতুন বছরের নয়া গান

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৩১, ২০১৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

Untitled-124বিনোদন ডেস্ক : নতুন বছরকে বরণ করে নিতে এখন প্রস্তুত সারা পৃথিবী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানান প্রস্তুতি। নতুন বছর উপলক্ষে বিভিন্ন শিল্পীর অডিও অ্যালবাম বের করা তারই একটি অংশ। এবার নতুন বছরকে সামনে রেখে বেশ কিছু অ্যালবাম প্রকাশ করছে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস নতুন বছর উপলক্ষে প্রকাশ করছে ১০টি অ্যালবাম। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হল, ক্লোজআপ ওয়ান তারকা পুতুলের একক অ্যালবাম পুতুল অধ্যায়-২, তারেক আনন্দর কথা এবং আয়োজনে মিক্সড অ্যালবাম আনন্দের গান, শাহেদের সংগীতপরিচালনায় মিক্সড অ্যালবাম কে NO?। এছাড়া থাকছে কিছু নতুন শিল্পীর একক অ্যালবাম, কিছু মিক্সড অ্যালবাম এবং ২টি ভিডিও অ্যালবাম।
শুভ্রদেবের একক অ্যালবাম জলছবি প্রকাশিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন থেকে। এছাড়া মিলন মিনহার একক অ্যালবাম ও প্রীতি এবং হাওয়ার মেশিন শিরোনামে একটি মিক্সড অ্যালবাম প্রকাশ করছে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি।
নতুন বছরকে সামনে রেখে ঈগল মিউজিক প্রকাশ করছে ২টি মিক্সড অ্যালবাম। একটি লুৎফর হাসানের সুরে এবং খন্দকার শফিকের কথায় মিক্সড অ্যালবাম ডাকবাক্স এবং সংগীতপরিচালক সমিরের সংগীতপরিচালনায় মিক্সড অ্যালবাম হারিয়েছি মন।
নতুন বছর উপলক্ষে জি-সিরিজ থেকে প্রকাশিত হচ্ছে অনু মুস্তাফিজের সংগীতপরিচালনায় মিক্সড অ্যালবাম অ্যালবাম দ্বিমাত্রিক। এছাড়া নবাগতা কণ্ঠশিল্পী লাবনীর একক অ্যালবাম লাবনী ভলিউম-১, চঞ্চল খানের একক অ্যালবাম প্রাঙ্গনে মোর এবং কিছু নতুন ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করছে এই প্রযোজনা প্রতিষ্ঠান।
এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক হাবিব ওয়াহিদের নতুন বছর উপলক্ষে অনলাইনে শ্রোতাদের উদ্দেশ্যে একটি গান প্রকাশ করার কথা রয়েছে।