নিজস্ব প্রতিবেদক : বিএনপি তিনটি স্থানের কোনো একটিতে আগামী ৩ অথবা ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি চাইলেও এখনো সাড়া দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত ২২ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিল শাপলা চত্বর এবং নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনের অংশ উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য গত ২২ ডিসেম্বর আবেদন করেছিলাম। চিঠির অগ্রগতি না পেয়ে আমরা আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে তার সাথে দেখা করতে যাই।’
তিনি বলেন, ‘সেখানে ডিএমপি কমিশনার ছিলেন না। সেখানে অবস্থানরত এডমিনের একজন এসি জানিয়েছেন, হরতালের দিন কোনো পুলিশ কর্মকর্তা এখানে থাকেন না। আর পুলিশ কমিশনার বদলি হয়েছেন। বেনজির আহমেদ কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। নতুন পুলিশ কমিশনার গোপালগঞ্জে অবস্থান করছেন, তিনি এলে জানাবেন।’
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিএনপির তিন সদস্য দলের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়।
প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক এবং সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।