
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে তার দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলীতে একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে চালকের দক্ষতায় অল্প সময়েই বাসের আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কারো আহত হওয়ারও খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী পুলিশ বক্সের সামনের এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘হরতালের সমর্থনে সকালে ৮-১০ জন যুবক গাবতলী এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে।’
ওই এলাকা থেকে আরো তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
ঝটিকা মিছিল থেকে ৫টি ককটেলও ফাটানো হয় বলে জানা গেছে।
বাসে আগুন দেয়ার ঘটনায় কেউ আটক আছে কি না জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম বলেন, ‘না, আমরা এখনো কাউকে আটক করতে পারিনি। তবে অভিযান চলছে। আশাকরছি খুব শিগগিরই হামলাকারীদের শনাক্ত করা যাবে।’