ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নতুন বইয়ে উচ্ছ্বাসিত শিশু

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

Childরাজশাহী প্রতিনিধি : নতুন বছরে নতুন বইয়ের সুগন্ধ বইছে চারিদিকে। শিক্ষাবর্ষের প্রথম দিনে ‘বই উৎসবে’ মেতে উঠেছে শিক্ষার্থীরা।
কর্মদিবসের প্রথম প্রহরেই রাজশাহী মহানগরীসহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। এ ক্ষেত্রে বাধ সাধতে পারেনি জামায়াত-শিবিরের হরতালও। সব কিছু উপেক্ষা করে সকাল থেকেই অভিভাবকদের নিয়ে নতুন বইয়ের জন্য মহানগরীর বিভিন্ন স্কুলে ভিড় জমায় কোমলমতি শিশুরা। সবার হাতে এখন বিনামূল্যের নতুন পাঠ্য বই।
সকাল সাড়ে ১০টায় রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম তুহিনুর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মহানগরীসহ গোটা জেলার স্কুলগুলোতে একযোগে শুরু হয় নতুন বই বিতরণ। এবার রাজশাহীর মোট ১ হাজার ৪৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৬ কপি বই বিতরণ করা হচ্ছে। বর্তমানে মহানগরীর স্কুলে স্কুলে চলছে বই উৎসব। নতুন বইয়ের মৌ মৌ গদ্ধ মন মাতাচ্ছে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঝকঝকে পাতার ছবি আর ছড়ায় মেতে উঠেছে শিশু শিক্ষার্থীরা।
রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামে ২০১৪ শিক্ষাবর্ষের নতুন বই মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। চাহিদা মতো রাজশাহীর উপজেলাগুলোর প্রাথমিক শিক্ষা অফিসের বইগুলো পৌঁছে দেয়া হয়েছে।
এবার জেলায় মোট পাঠ্যবই বিতরণ করা হচ্ছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৬ কপি। এর মধ্যে এবতেদায়ি পর্যায়ে ১ লাখ ৭৬ হাজার ৬৭৫ কপি এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৪৯০ কপি বই বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়েও বই বিতরণও করা হচ্ছে।
এগুলোর মধ্যে রাজশাহী মহানগরীতে ২ লাখ ৬৫ হাজার ১৭৬ কপি, পবায় এক লাখ ৭৪ হাজার কপি, দুর্গাপুরে এক লাখ ৬১১ কপি, পুঠিয়ায়, এক লাখ ১৫ হাজার ৮০০টি, চারঘাটে এক লাখ ১৯ হাজার ২২৩ কপি, মোহরপুরে এক লাখ ২ হাজার ৪০৬ কপি, গোদাগাড়ীতে ২ লাখ ৪৮ হাজার ৬৯১ কপি, তানোরে এক লাখ ২৯ হাজার ৬৭৫ কপি এবং বাগমারায় ২ লাখ ২৪ হাজার ৭৬০ কপি বই বিতরণ হচ্ছে। সরকারের নির্দেশ অনুযায়ী বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে চলছে বই বিতরণ।