কুমিল্লা প্রতিনিধি : মনোহরগঞ্জে ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহ আলমকে (৩৬) কুপিয়ে ও গুলিকরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ভাউপুর গ্রামের মেহের বক্সের ছেলে। তিনি ভাউপুর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে ১৫/২০ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত শাহ আলমকে ধরালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে ও গুলি করে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দলীয় আধিপত্যকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই সরকার বলেন, ‘শাহ আলম এর হাতপায়ের রগ কেটে দেয়া হয়েছে এমনকি গুলিও করা হয়েছে। তাই আপাতদৃষ্টে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। তবে তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছেনা।
এ ব্যাপার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।