কুমিল্লা প্রতিনিধি : বাস চাপায় অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন দিয়ে পুড়ে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক কুমিল্লা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আব্দুল করিমের ছেলে রনি (৩৫) এবং যাত্রী বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ার চর গ্রামের ময়নাল মিয়ার ছেলে ইব্রাহীম (৪২)।
আহতরা হলেন- বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের অহিদুল ইসলাম মেয়ে নিলুফা আক্তার (৩০), তার মেয়ে আঁখি আক্তার (১৩), আমির হোসেন এর মেয়ে সুরভী (১৩) ও অজ্ঞাত আরও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে আঁখি আক্তার ও সুরভী এবারের জেএসসি পরীক্ষায় পাশ করেছে।
আহতদের উদ্ধার করে কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহল পাড়ায় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুই জন নিহত হন।
এদিকে ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা ঘাতক এশিয়া লাইন পরিবাহনের বাসটিতে অগ্নিসংযোগ করে। প্রায় এক ঘণ্টা পর কুমিল্লা ফাঁয়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আনম নাজিম উদ্দিন, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।