নিজস্ব প্রতিবেদক : হাতি নিয়ে মহাসমাবেশে যোগ দেয়ায় তর্কাতর্কি হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী ও কাজী ফিরোজ রশীদের মধ্যে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাপা নেতা ফিরোজ রশীদের সমর্থকরা একটি হাতি নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
মাহুত হাতি নিয়ে সমাবেশে প্রবেশ করলে উৎসুক লোকজন দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এসময় প্রচণ্ড হুড়োহুড়ি বেঁধে যায় নেতাকর্মীদের মধ্যে। মঞ্চের মাইকে ঘোষক সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলতে থাকেন, ‘সমাবেশে হাতি কেন? হাতি নিয়ে কে এলো?’
ফয়সাল চিশতী রেগে গিয়ে কাজী ফিরোজের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তার সঙ্গে যোগ দেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ।
তবে মাইকের উচ্চশব্দের তাদের মধ্যেকার তর্কাতর্কির কথা বুঝা যায়নি।
এক পর্যায়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজে এসে তাদের থামিয়ে দেন।