ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের কাঁধে চোট, চিন্তিত বিসিবি

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

Musfiqস্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের হাঁটুতে চোটের পর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও চোট নিয়ে মাঠের বাইরে। বিশ্বকাপের পূর্ব মুহূর্তে জাতীয় দলের তারকাদের চোট নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি। হাঁঠুর চোটাক্রান্ত তামিম ইকবালের অস্ত্রোপচার হয়েছে।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাঠে নামার আগে বৃহস্পতিবার মিরপুরে দলের অনুশীলনের সময় হঠাৎ চোট পান মুশফিকুর রহিম। বিসিবি একাডেমি মাঠে প্রাইম দোলেশ্বরের হয়ে অনুশীলন করছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ধাক্কা খেয়ে কাঁধে চোট পান মুশফিক।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা গুরুতর নয়। আগে থেকেই মুশফিকের কাঁধের সমস্যা ছিল। ডাইভ দিতে গিয়ে মাঝে মধ্যে কাঁধের জোড়টা নড়ে যায়, তবে সন্ধিচ্যুত হয়নি। তেমনি আজও জোড়টা নড়ে গেছে। শনিবার মুশফিকের একটা স্ক্যান করাব। তারপর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’
এছাড়া বিশ্বকাপ নিয়ে জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘মুশফিকের চোট নিয়ে চিন্তার কিছু নেই। চোটটা অতটা গুরুতর নয়। হয়তো সেরে উঠতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।’
তবে চোটের কারণে প্রিমিয়ার লিগে শুক্রবার খেলতে পারবেন না প্রাইম দোলেশ্বর অধিনায়ক মুশফিক।