দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে নুরুল ইসলাম (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে নিজ বাড়িতেই কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছন আরও ৪ জন। তারা হলেন- আসাদুল হক (৪০), নাজমা খাতুন (৩৫), মুকুল (৩৫) ও আফিল খাতুন (৫৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুরুল ইসলামের বাড়ি পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন পশ্চিমপাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী খাগড়াবন মন্ডলপাড়া গ্রামের আনছার, আফছার, লিয়াকত, আজমুলসহ ২০/২৫ জন বৃহস্পতিবার সকালে নুরুল ইসলামের বাড়িতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।