শরীয়তপুর প্রতিনিধি : জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে বিয়ের হলুদ অনুষ্ঠানে অ্যাসিড হামলায় বরসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অ্যাসিড দগ্ধরা হলেন-বর সেলিম (২৮), তার ভাগ্নে সিয়াম (৪), ভাগ্নী রাবেয়া (৫), তোহরা বেগম (১৬) ও ভাতিজি শাহিনা আক্তার (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সেলিমের পরিবার থেকে জানায়, বিয়ের কনের সঙ্গে চরভাগা এলাকার জাহাঙ্গীর মাস্টারের ছেলে সিফাতের প্রেমের সম্পর্ক রয়েছে। তারা ধারণা করছে যে, তার সঙ্গে তাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরপরই সিফাত পলাতক রয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির জানান, উত্তর তারাবুনিয়া গ্রামে সেলিম সরকারের সঙ্গে একই উপজেলার আনন্দ বাজারের এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বুধবারে বরের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। হঠাৎ রাত সাড়ে ১১টায় দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে বর সেলিমকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। এতে সেলিমসহ তার পাশে থাকা আরো চারজন দগ্ধ হন।
আহতদের প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন জানান, এসিড ছোড়া জঘন্যতম অপরাধ। রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।