স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে পাকিস্তান দলের উন্নতি আনতে কঠোর হওয়ার কথা বললেন দলটির ম্যানেজার এবং প্রধান নির্বাচক মঈন খান। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে পাকিস্তান ২-০ তে টেস্ট সিরিজ এবং ২-১ এ হারে ওয়ানডে সিরিজ। মঈন মনে করছেন, এই পারফরম্যান্সের প্রভাব পড়বে বিশ্বকাপ প্রস্তুতিতে। ‘খুব স্বাভাবিক ভাবে এটা তাদের মনে প্রভাব ফেলবে। বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। পাকিস্তান ক্রিকেটের আরও ভালোর জন্য সাহসি পদক্ষেপই নেব।’-পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেছেন মঈন।
বিশ্বকাপের আগে পাকিস্তান আরব আমিরাতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাবে। সেদিকে ইঙ্গিত করে মঈনের মন্তব্য, ‘প্রত্যেকে নিজেকে নিংড়ে দিয়ে চেষ্টা করবে এবং যত দ্রুত সম্ভব পরের সিরিজেই নিজেদের উন্নতির ছাপ রাখতে হবে।’ এদিন অধিনায়ক মিসবাহ উল হকের পারফরম্যান্স নিয়েও কথা বললেন প্রাক্তন এই অধিনায়ক, ‘অনেকদিন হলো মিসবাহর পারফরম্যান্স ভাল হচ্ছে না। যদি আপনি অতীতে তাকান সেখানে তার পারফরম্যান্স ছিল খুবই ভাল। এখন সে খারাপ সময়ে মধ্যে দিয়ে যাচ্ছে।’
মিসবাহর খারাপ সময়টা এমনই যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ৬৭, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও করেছেন ওই ৬৭ রান!