ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তাজুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

tajul Islamনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আজহারুল ইসলামের রায়ের পর বিরূপ মন্তব্য করায় তার আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিষ্টার বরাবর ৪৯ পৃষ্ঠার লিখিত অভিযোগটি জমা দেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
এরআগে বুধবার তাজুলের বক্তব্য ট্রাইব্যুনাল-১ এ তুলে ধরা হলে ট্রাইব্যুনাল লিখিত আকারে তথ্য-উপাত্তসহ এসব অভিযোগ জমা দেয়ার নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে আজ বৃহস্পতিবার অভিযোগ দেয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার জামায়াত নেতা আজহারুল ইসলামের রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে সাক্ষ্য-প্রমাণ দিয়েছে সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো। যে তিনজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়, তার একজন সাক্ষী ৬ কিলোমিটার, একজন ৩ কিলোমিটার এবং দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়ে রেলগাড়ি থেকে তাকে নামতে দেখেছেন। এই সাক্ষীর ভিত্তিতে ফৌজদারী আইনে বিচার করা যায় না। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসিতো দূরের কথা প্রসিকিউশনের জরিমানা করা হলে ভালো হতো।’
আইনজীবী হিসেবে এমন মন্তব্য কখনোই গ্রহনযোগ্য নয় উল্লেখ করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বুধবার বলেন, ‘ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করতে অপবাদ ছড়াচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। জামায়াত-শিবিরের প্রপাগান্ডা ছড়াচ্ছেন তিনি।’