আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বুধবার রাতে রকেট হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, আফগান সেনাবাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে লড়াই চলাকালে প্রেদেশের সানগিন জেলার এক বিয়ের অনুষ্ঠানে রকেটটি গিয়ে বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে।
বাড়ির মালিক বিবিসিকে জানিয়েছেন, বুধবার রাতে বরকে স্বাগত জানাতে সবাই ভিড় করেছিল বাড়ির বাইরে। এ সময় রকেট হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২৬ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফগানিস্থানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিশনের শেষ দিন ছিল বুধবার। ২০১৫ সালের প্রথম দিনটি থেকেই দেশের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে আফগানিস্তানের নিজস্ব বাহিনী। তবে আফগান বাহিনীরপ্রিশিক্ষণের জন্য বেশ কিছু মার্কিন সেনা দেশটিতে রয়ে গেছে।