আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলি করে চার পাকিস্তানী সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনারা। বুধবার রাতে জম্মু অঞ্চলের সাম্বা সেক্টরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, একজন ভারতীয় সেনার মৃত্যুর হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হলে ওই হতাহতের ঘটনা ঘটে। বিরোধপূর্ণ এই এলাকায় সংঘর্ষের মধ্য দিয়েই নতুন বছরে পা রাখল ভারত ও পাকিস্তান।
এ বছর অক্টোবরে দুই পক্ষের সংঘর্ষে ১৬জন নিহত হয়, যাদের মধ্যে নয়জন পাকিস্তানী আর সাতজন ভারতীয়।
ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০৩ সালে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, এই এলাকায় প্রায়ই গুলি বিনিময়ের ঘটনা ঘটে থাকে।