ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়াকে আলোচনার প্রস্তাব উত্তরের

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

KOREAআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বৃহস্পতিবার নতুন বছর উপলক্ষে এক টেলিভিশন ভাষণে তিনি এ প্রস্তাব দেন। এর আগে ১৯৫০ সালে কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের পুর্ণমিলনসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে সোমবার আলোনার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া।
ভাষণে কিম জন উন বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে উত্তর কোরিয়া যদি আন্তরিক হয়, তাহলে আমরা শীর্ষ পর্যায়ে পুনরায় বৈঠকের আয়োজন করতে পারি।
আগে থেকে ধারণ করা ভাষণে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে কিম জন উন বলেন, যদি আলোচনার মেজাজ ও পরিস্থিতি থাকে তাহলে শীর্ষ পর্যায়ে বৈঠক আয়োজন না করার কোন কারণ নেই।
এর  আগে সর্বশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের শীর্ষ পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। পরবর্তীতে আবারও আলোচনায় বসার প্রস্তুতি থাকলেও অক্টোবরে তা ভেস্তে যায়। উত্তর কোরিয়ার অভিযোগ, সীমান্ত দিয়ে বেলুন উড়িয়ে বামবিরোধী প্রচারণা বন্ধের বিষয়ে দক্ষিণ কোরিয়া যথাযথ পদক্ষেপ নেয়নি।