ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাংকিংয়ে উন্নতি স্মিথ-হ্যারিসের

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

harissস্পোর্টস ডেস্ক : বক্সিং ডে টেস্টে দুরন্ত নৈপূণ্য প্রদর্শন করে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দুই ধাপ করে উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ও অধিনায়ক স্টিভ স্মিথ এবং পেসার রায়ান হ্যারিস। পালে হাওয়া লাগিয়েছেন ভারতের বিরাট কোহলি ও মোহাম্মদ সামিরাও। যদিও টেস্ট বোলিং ও ব্যাটিং দুই জায়গাতেই শীর্ষস্থানে আছেন দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
মেলবোর্নে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের ক্যারিয়ার সেরা ১৯২ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথ। যা আইসিসির টেস্ট ব্যাটসম্যানের তালিকায় দুই ধাপ টেনে তুলেছে অসি অধিনায়ক। ফলে এখন ক্যারিয়ার সেরা ৮৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে তিনি। স্মিথের থেকে ৪০ রেটিং পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।  ৮৯১ রেটিং পয়েন্টে দুইয়ে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের ইউনিস খান সাতে, মিসবাহ উল হক দশে, আর বিরাট কোহলি আছেন ১৫ নম্বরে।
আইসিসি টেস্ট বোলারের র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসও। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ছয় উইকেট নিয়ে ৮৫১ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তিনি। ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে স্টেইনগান ডেল স্টেইন। তিনে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, চারে দক্ষিণ আফ্রিকার ভেরন ফিলান্ডার, পাঁচে মিশেল জনসন, ছয়ে জেমস অ্যান্ডারসন, সাতে ট্রেন্ট বোল্ট, আটে স্টুয়ার্ট ব্রড, নয়ে টিম সাউদি, দশে কেমার রোচ। তালিকার ১৩ নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৬৭৩ রেটিং পয়েন্ট তার।