স্পোর্টস ডেস্ক : ম্যানইউ-ম্যানসিটি ঘুরে ইতালিতে ঘাঁটি গেড়ে দারুণ ছন্দ খুঁজে পেয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ।
তুরিনোর ওল্ড লেডিদের হয়ে নিয়মিত গোল পাচ্ছেন ‘এল ফিউরি’। এ অবস্থায় জুন ২০১৬ সালের পরও তেভেজকে চাইছে জুভরা। কিন্তু বিনয়ের সাথে বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন আলবেসেলেস্তি স্ট্রাইকার। এবার দেশে ফিরতে চান তিনি। আর সেটা নিজের প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সেই।
বুধবার এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমি জুভেন্টাসের সাথে আর চুক্তি নবায়ন করতে চাইছি না। কারণ, এটা আমার কাছে ঠিক বলে মনে হচ্ছে না। তবে একটা কথা বলতেই হবে আমি আমার চুক্তিকে সম্মান করি। আর নির্ধারিত সময় পর্যন্ত আস্থার সঙ্গেই খেলতে চাই। এখনো দেড় বছরের বেশি সময় এখানেই আছি আমি। সুতরাং দেশে ফেরা নিয়ে এখনই পাগল হতে চাই না।’
গেল বছরের ডিসেম্বরে ইতালি ভ্রমণ করেছেন বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যানজেলেসি। এসময় জুভেন্টাসের টিম ম্যানেজম্যান্টের সঙ্গে তেভেজের লভ্যতা বিষয়ে আলোচনা করেন তিনি। যদিও ইতালিয়ান জায়ান্টরা চাইছে তেভেজ থেকে যাক জুভেই। কিন্তু ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বিষয়টিতে আগ্রহী না। তার চোখ এখন বোকায়। যে ক্লাবটিতে খেলতে খেলতে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি।