বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত চারুকলা বিষয়ক সর্ববৃহৎ প্রদর্শনী ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ’ শেষ হলো গতকাল। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শিল্পীদের অংশগ্রহণে এ প্রদর্শনী ১৯৮১ সালে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর ২০১৪ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় আয়োজন করা হয়েছিল মাসব্যাপী ‘১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০১৪’।
গত ৩১ ডিসেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে মাসব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন জনাব রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী আব্দুল মান্নান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাপনী আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন এবং সবশেষে সকলের উপস্থিতিতে জাতীয় চিত্রশালা ভবনের ছাদে (চারু প্রাঙ্গণে) চলে আড্ডা ও চা চক্র।
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাহরাইন, ভূটান, ব্রুনাই, চীন, পূর্ব তিমুর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, কুয়েত, কাজাকিস্তান, লেবানন, মালদ্বীপ, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশসহ মোট ৩২টি দেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। এসব দেশের ১০৪ জন শিল্পীর ২০৪ টি শিল্পকর্ম প্রদশনীতে স্থান পেয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকে ৭১ জন শিল্পী ও শিল্প সমালোচক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন।