ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শুরু হচ্ছে দক্ষিণ এশিয়া নাট্যোৎসব

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিসর্জন নাটকের দৃশ্য

বিসর্জন নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : চট্টগ্রামের নাট্যসংগঠন নান্দীমুখের প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজন করেছে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী। তারই অংশ হিসেবে ২ জানুয়ারি থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হচ্ছে ‘নান্দীমুখ দক্ষিণ এশিয়া নাট্যোৎসব’। ২ জানুয়ারি ৯ দিনব্যাপী বর্ণাঢ্য এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি। এছাড়া অতিথি হিসেবে থাকবেন ভারতের নাট্য গবেষক ড. কুন্তল মুখোপাধ্যায় এবং নাট্য নির্দেশক ও অভিনেতা সমীর বিশ্বাস এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান।
আসরে বাংলাদেশের সনামধন্য ৭টি নাট্যদলের জনপ্রিয় নাটক ছাড়াও অংশ নিচ্ছে ভারত এবং নেপালের আলোচিত দু’টি নাট্য প্রযোজনা। স্বাগতিক দল নান্দীমুখ ২ জানুয়ারি পরিবেশন করবে দলের নিয়মিত প্রযোজনা ‘ঊর্ণাজাল’। বাকার বকুল রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। ৩ জানুয়ারি ভারতের দল মাঙ্গলিক পরিবেশন করবে ‘মানুষ ভূত’। সৈয়দ মুস্তাফা সিরাজ এর কাহিনি অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সমীর বিশ্বাস।
৪ জানুয়ারি ভারতের অনন্য নাট্যদল সংলাপ কলকাতা পরিবেশন করবে তাদের প্রশংসিত প্রযোজনা ‘নিরাশ্রয়’। সুব্রত সেনের কাহিনি অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন কুন্তল মুখোপাধ্যায়। ৫ জানুয়ারি ঢাকার নাট্যদল বটতলা পরিবেশন করবে নিরীক্ষাধর্মী প্রযোজনা ‘দি ট্রায়াল অব মালাই ইলিয়া’। মোহাম্মেদ বেন আবদাল্লাহ এর নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সৌম্য সরকার এবং মোহাম্মদ আলী হায়দার। ৬ জানুয়ারি আয়োজক সংগঠন নান্দীমুখ পরিবেশন করবে তাদের নতূন ও মঞ্চ সফল প্রযোজনা ‘তবুও মানুষ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত।
৭ জানুয়ারি পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ পরিবেশন করবে দলের নতুনসৃজন ‘পোড়ামাটি’। বাবুল বিশ্বাস রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। ৮ জানুয়ারি বিবর্তন যশোর পরিবেশন করবে বিসর্জন। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবাশীষ ভট্টাচার্য্য পলাশ। ৯ জানুয়ারি নেপালের মান্ডালা থিয়েটার পরিবেশন করবে নিরীক্ষাধর্মী প্রযোজনা ‘জাম্পিং ফ্রগ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাজন থাপ্পা মাগর। উৎসবের শেষ দিন ভারতের অন্যতম নাট্যদল রঙ্গাশ্রম পরিবেশন করবে তাদের শিল্প উর্ত্তীন প্রযোজনা প্রতারক। কৌশিক চট্টোপাধ্যায় রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন সন্দীপ ভট্টাচার্য্য। এছাড়া প্রতিদিন অনিরুদ্ধ মুক্তমঞ্চে রয়েছে প্রতিথযশা শিল্পীদের পরিবেশনা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।