জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চার দশক পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূনর্মিলনী কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বিভাগের সামনে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে স্মৃতিচারণ, দ্বিবার্ষিক সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হবে।