ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবি’র সপ্তম সমাবর্তন ২৪ ফেব্রুয়ারি

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১, ২০১৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

bkuবাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। যেসব শিক্ষার্থী জানুয়ারি-জুন/১৩ থেকে জানুয়ারি-জুন/১৪ সেমিস্টারে স্নাতক এবং জানুয়ারি-জুন/১৪ সেমিস্টারে স্নাতকোত্তর শেষ করেছেন কেবল তারাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
এ ছাড়াও ২০১১ সালের পর থেকে আজকে পর্যন্ত যারা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন কিন্তু মুল সনদপত্র উত্তোলন করেননি তারাও এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
সমাবর্তনে অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://convocation.bau.edu.bd) গিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে পারবে।
তবে ৬ষ্ঠ সমাবর্তনের পর থেকে যারা মূল সনদ উত্তোলন করতে পারেনি এই সমাবর্তন শেষে তাদের মূল সনদ প্রদানের ব্যবস্থা  করা হবে।