ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

২০১৫ সালেই কর্ণফুলী ট্যানেলের নির্মাণ শুরু

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ২, ২০১৫ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

w kader

চট্টগ্রাম প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলতি বছরের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণের কাজ শুরু করবে সরকার। এ লক্ষ্যে জুলাইয়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর ট্যানেল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকের একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চীনের রাষ্ট্রপতি কর্ণফুলী ট্যানেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। তাই চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের তারিখের সঙ্গে মিল রেখেই ট্যানেল নির্মাণ কাজের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।’
চীন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে এ ট্যানেল নির্মাণ করা হবে। ট্যানেল নির্মাণে গেল বছরের ২২ ডিসেম্বর চায়না কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়।