ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

২১ অবৈধ হাসপাতাল বন্ধ করে দিয়েছে সরকার

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ২, ২০১৫ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

health-ministryনিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অভিযোগে ঢাকা ও খুলনার ২১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. নাসিমের নির্দেশে স্বাস্থ্যমন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের দপ্তরের যৌথ অভিযানে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব প্রতিষ্ঠান অবৈধ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হলো-ঢাকার ডক্টরস চেম্বার, ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল, স্টার কিউর মেডিকেল হাসপাতাল, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, শাহজালাল জেনারেল হাসপাতাল, সালেমা জেনারেল হাসপাতাল, মোহনা ক্লিনিক, হেভেন ডেন্টাল কেয়ার, জান্নাত ডেন্টাল কেয়ার, গার্ডেন ডেন্টাল কেয়ার, আল-হেরা ডেন্টাল কেয়ার, আল-মদিনা ডেন্টাল কেয়ার, তৌহিদা জেনারেল হাসপাতাল, ঢাকা ব্লাড সেন্টার, রোগী কল্যাণ ব্লাড ব্যাংক, ডে কেয়ার সেন্টার, খুলনার মিম নার্সিং হোম, শাহবুদ্দিন মেমোরিয়াল ডেন্টাল কেয়ার, ইয়েমেন ডেন্টাল কেয়ার, সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও খুলনা ডায়াগনস্টিক সেন্টার।
এ ছাড়া অভিযান চলাকালে বিভিন্ন অভিযোগে ৪২টি বেসরকারি হাসপতালকে শোকজ নোটিস দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।