ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় মেয়াদে পথচলা শুরু দিলমা রুসেফের

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ২, ২০১৫ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

dilma-rusefআন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিলমা রুসেফ। কংগ্রেসের সামনে বৃহস্পতিবার তিনি শপথ নেন।
শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও চীনের ভাইস- প্রেসিডেন্টসহ ১৩টি দেশের রাষ্ট্র প্রধান যোগ দেন।
শপথ নেয়ার পর রুসেফ দুর্নীতি এবং শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ঘোষণা করেন।
এক ভাষণে তিনি বলেন, ‘গরিব মানুষের ত্যাগের মধ্যদিয়ে ব্রাজিল শিগগির প্রবৃদ্ধির ধারায় ফিরে আসবে।’
দ্বিতীয় মেয়াদে দুর্নীতি নির্মূল করাই হবে তার প্রধান কাজ বলে জানান তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রুসেফের হাজার হাজার সমর্থক রাজধানী ব্রাসিলিয়ার রাস্তায় নেমে আসেন। তাদের গায়ে লাল কাপড় ও পার্টির পতাকা ছিল।
দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে দিলমা রুসেফকে রাষ্ট্র পরিচালনায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
এর মধ্যে অন্যতম হচ্ছে দেশটির অর্থনীতি। ২০১১ সালে প্রথম দফায় দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটির প্রবৃদ্ধির গতি খুবই শ্লথ।
রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পেটোব্রাস’র অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি যখন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তখনই এতে ব্যাপক মাত্রার দুর্নীতি হয়। দুর্নীতির অভিযোগে তখন ৩৯জনকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা ৩০০ কোটি ডলার ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন।
গত অক্টোবরে রক্ষণশীল দলের প্রাথী এসিও নেভেসকে হারিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রুসেফ।
বিশ্বের সপ্তম শীর্ষ অর্থনীতির দেশ ব্রাজিল। তার পূর্বসূরি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার আমলে দেশটির অর্থনীতির ব্যাপক প্রবৃদ্ধি ঘটে। কিন্তু রুসেফ তা ধরে রাখতে পারেননি।