আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গত চার বছরের সহিংস রাজনীতির মধ্যে ২০১৪ সাল ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এবছর দেশটিতে নানামুখী যুদ্ধ ও সংঘর্ষে অন্তত ৭৬ হাজার লোক প্রাণ হারিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ হাজার ৭৯০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ৩ হাজার ৫০১জন শিশুও রয়েছে।
এদিকে ২০১৪ সালে সহিংসতায় ইরাকে মারা গেছে ১৫ হাজারের বেশি মানুষ। ২০০৭ সালের পর দেশটিতে এবারই সবচেয়ে বেশি লোক প্রাণ হারালো।
ইসলামিক স্টেট ও অন্যান্য উগ্রপন্থি গ্রুপগুলোর অভিযানের সময় দেশ দুটিতে বেশিরভাগ সহিংসতা সংঘটিত হয়।
এর মধে যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। আইএস সেখানে সরকার ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।
ইরাকের গোত্রভিত্কি সহিংসতাও সেখানে মৃত্যুর একটি বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবারও সিরিয়ার রাকা, কোবানে ও ডের-আল জউর শহরে এবং ইরাকের ফালুজা, মসুল ও সিনজারে আইএস অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত ছিল।
এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই প্রাণহানির মধ্যেই বৃহস্পতিবার রাজধানী দামেস্কের শহরতলী জোবারে সৈন্যদের সঙ্গে নববর্ষ উদযাপন করেন।