আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রীর ভবনে সশস্ত্র হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর ভবনে প্রবেশের আগে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী।
ইস্তাম্বুল পুলিশ প্রধান সেলামি এলটিনক বলেন, “হামলাকারীর হাত থেকে উদ্ধার হওয়া দুটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলাকারীর হাতে একটি ছোট অস্ত্র ও রাইফেল ছিল।”
ইস্তাম্বুলের ডলমাব্যাচে প্রাসাদে বোম বিস্ফোরণের পরই হামলাকারীকে আটক করে নেয় পুলিশ। হামলার সময় প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান এবং প্রধানমন্ত্রী আহমেত দেবতগলূ উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি।
হামলাকারী সন্ত্রাসী সংগঠনের সদস্য হতে পারে বলে জানিয়েছেন ইস্তাম্বুল পুলিশ প্রধান সেলামি এলটিনক। -আল-আরাবিয়া।