ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মিলাদুন্নবীর মিছিলে বাধা, সংঘর্ষে আহত ৩০

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিজয়নগরে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে তাবলীগ জামাত ও সুন্নি জামাতের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার দুপরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, উপজেলার খিরাতলা গ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুশের প্রস্তুতিমূলক এক মিছিল বের করে সুন্নি জামাত। এই মিছিলে বাধা দেয় তাবলীগ জামাতের কর্মীরা। মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষ পার্শ্ববর্তী গ্রাম চম্পকনগর ও নোয়াগাঁও গ্রামে ছড়িয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।