ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের বিষয়ে কমিশন খুবই সতর্ক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

Bandarbবান্দরবান প্রতিনিধি : ‘রোহিঙ্গাদের বিষয়ে কমিশন খুবই সর্তক, ভোটার তালিকায় কোনো প্রকার বিদেশি নাগরিক পাওয়া গেলে কঠো ব্যবস্থা নেয়া হচ্ছে।’
শনিবার সকালে বান্দরবান জেলা সার্ভার স্টেশন (নব নির্মিত নির্বাচন অফিস) ভবন পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মেদ এসব কথা বলেছেন।
নির্বাচন কমিশন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে করে প্রমাণ করেছি, কীভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। কীভাবে লেভেল প্লেইন ফিল্ড তৈরি করতে হয়। আমরা অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন করেছি, করছি এবং ভবিষ্যতের করবো। বিরোধী দল নির্বাচনে আসবে কী আসবে না, এটি তাদের নিজেদের বিষয়।’
ইসি পার্বত্য চুক্তি সম্পর্কে বলেন, ‘সরকার পার্বত্য চুক্তি করেছে, সরকারই আইন করেছে। আমরা আইন মোতাবেক কাজ করে যাবো। এটি একটি স্পেশাল জেলা, এখানে অন্যান্য জায়গার চেয়ে শক্তভাবে তথ্য যাচাই-বাছাই করে ভোটার তালিকায় লোকজনদের নেয়া হচ্ছে।’
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: প্রধান নির্বাচন কমিশনার গত শুক্রবার দুদিনের সরকারি সফরে সড়কপথে বান্দরবান আসেন।