আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইরাকের সিরীয় সীমান্তবর্তী শহর বু হানায়াতে উল্লেখযোগ্য সংখ্যক সশস্ত্র ইয়াজিদি, অকস্মাৎ হামলা চালিয়ে সুন্নি অধ্যুষিত নগরটি তছনছ করেছে, এমন খবর পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তদন্তকারী দল গঠন করেছে কুর্দি সেনাবাহিনী পেশমেগ্রা।
পেশমেগ্রা ও উচ্চপদস্থ ইয়াজিদি সেনাকর্মকর্তারা জানিয়েছেন, এমন কোনো হামলার পূর্বসংবাদ তারা পাননি এবং কোনো পূর্বলক্ষণও তাদের চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে, আইএস এর হাতে অপহৃত নারী ও শিশুদের উদ্ধার করার জন্যে মূলত ঐ সীমান্তবর্তী শহরে হামলা চালিয়েছে সশস্ত্র ইয়াজিদিরা। নগরবাসীর দেয়া তথ্যমতে ঝটিকা তাণ্ডব চালানো দলটির সদস্যসংখ্যা ছিল ন্যূনতম কুড়ি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক এ ব্যাপারে গণমাধ্যমকে অবহিত করেন, বিস্তারিত এখনও জানা যায়নি।