ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তীব্র শীতে তুমুল বর্ষণ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৩, ২০১৫ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

Kurigramকুড়িগ্রাম প্রতিনি্ধি : এমনিতে হাড় কাঁপানো শীত। তার উপর হিমেল দাঁতে বৃষ্টির কামড়। একেবার কাবু হয়ে পড়েছে এলাকার মানুষজন।
শনিবার ভোর থেকে এ বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়ায় ঠাণ্ডার মাত্রা বেড়ে যাওয়ায় মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। সবচেয়ে বিপাকে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের মানুষজন।
বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছে মানুষজন। এ অবস্থায় শ্রমজীবীরা কাজে যেতে পারছে না। ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।
রংপুর অফিসের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানায়, পশ্চিমা লঘু চাপের কারণে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা আরও ২/১ দিন অব্যাহত থাকবে। দুপুর ১২টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮.৬ মিলিমিটার।